DXN BANGLA

DXN সম্পর্কিত সচরাচর জিজ্ঞাস্য প্রশ্নসমূহ
গ্যানােডার্মার ভূমিকা
গ্যানােডার্মা বিশ্বের উঁচু মাপের ফাংগাস গােত্রের মাসরুম। শতশত বছর যাবৎ চাইনিজগণ এই মাশরুমকে ঔষধির রাজা হিসাবে বিবেচনা করতেন। সমসাময়িক গবেষণায় প্রমাণিত হয়েছে যে, শরীর বৃত্তীয় কর্মকাণ্ডকে স্বভাবিক করে। গ্যানােডার্মায় রয়েছে ২০০ এর অধিক উপাদান সেগুলােকে পানিতে দ্রবণীয়, এবং দ্রুত পরিবর্তনশীল উপাদানে শ্রেণীবিন্যাস করা যায়। প্রধান উপকরণগুলাে হলাে-পলিস্যাকারাইড, এডিনােসিন, এবং ট্রাইটারপেনয়েডস যার প্রত্যেকটির রয়েছে অসামান্য চিকিৎসা গুণ।
১. প্রশ্নঃ গ্যানােডার্মা কি?
উত্তর গ্যানােডার্মা এক প্রকারের মাশরুম। পৃথিবীতে ৩৮,০০০ প্রকারের মাশরুম রয়েছে যার মধ্যে ২০০০ প্রকারের মাশরুম খাবার উপযোগী এর মধ্যে মাত্র ২০০ প্রজাতির রয়েছে চিকিৎসা গুণ। গ্যানােডার্মা এগুলাের মধ্যে এক নম্বর । টিস্যু কালচার পদ্ধতিতে ৬টি উচ্চগুণ সম্পন্ন গ্যানােডা্মাকে একত্রিত করে DXN গ্যানােডার্মা উৎপাদন করে, যা DXN গ্যানােডার্মা নামে পরিচিত।
২. প্রশ্ন ঃ আর জি (RG)/জি এল (GL) কি এবং এতে কি আছে ?
উত্তরঃ রিশি গ্যানাে (RG) এবং গ্যানােসেলিয়াম (GL) হল গ্যানােডার্মার ক্ষুদ্র পাউডার । ৯০ দিন বয়সী
গ্যানােডার্মা হতে আর জি (RG) উৎপন্ন করা হয় । ২১ দিন বয়সী গ্যানােডার্মার মূল থেকে জি এল (GL) উৎপন্ন হয়। যখনই আর জি (RG) এবং জি এল (GL) এর কথা বলা হয় তখনই বুঝা যাবে এটা DXN গ্যানোডার্মা ।
৩, প্রশ্ন ঃ আর জি (RG) বা জি এল (GL) কি ঔষধ?
উত্তরঃ না ইহা কোন ঔষধ নয়। গ্যানােডার্মার ক্ষুদ্র পাউডার । এটি ১০০% জৈব, এতে কোন রাসায়নিক দ্রব্য বা সংরক্ষণকারী পদার্থ যােগ করা হয় না। এটি উচ্চমাণের একটি সম্পূরক খাবার।
৪. প্রশ্ন। স্বার্থের উন্নতির জন্য গ্যানােডার্মা (RG/GL) কিভাবে শরীরে কাজ করে? উত্তরঃ এর উত্তর জানার আগে সর্বপ্রথমে আমাদের জানতে হবে কি কি কারণে মানুষ অসুস্থ হয়। গবেষণায়
এটা প্রমাণ হয়েছে যে, মূলতঃ দুটো কারণেই মানুষ অসুস্থ হয়ঃ ক. শরীরে অতীত পদার্থ বা টক্সিন
শরীরের সকল অবাঞ্চিত পদার্থ সমূহের উৎসগুলাে হলাে
* বহিরাগত টক্সিন
* অভ্যন্তরীণ টক্সিন
বহিরাগত টক্সিনের উৎস সমূহ
বাতাস-শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে যা গ্রহণ করা হয় * পানি পান করা হয়
* খাদ্য-খাবার যা গ্রহণ করা হয়
* প্রসাধন
* ঔষধ ইত্যাদি
অভ্যন্তরীণ টক্সিন
শরীরের স্বাভাবিক কর্মকাণ্ডকে সচল রাখতে অত্যন্ত প্রয়ােজনীয় উপাদনসমূহ, কিন্তু যখন এর মাত্রাধিক্য ঘটে তখন তা টক্সিন পরিগণিত হয়। যেমন-কোলেস্টরল, শর্করা ইত্যাদি ।
শরীরের ভারসাম্যহীনতা।
শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সমূহের ভারসাম্যহীনতার কারণ হচ্ছে-দুশ্চিন্তা, বার্ধক্য, খারাপ অভ্যাস বা অস্বাস্থ্যকর
জীবনযাপন পদ্ধতি প্রভৃতি।
গ্যানােডার্মা (RG/GL) এবং এর অন্যান্য পণ্য সমূহ শরীর থেকে টক্সিন বের করে
শরীরে কর্ম প্রক্রিয়া স্বাভাবিক এবং ভারসাম্য রাখে রোগ প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধি করে।
৫। প্রশ্ন ও বিভিন্ন প্রকার স্বাস্থ্যের ক্ষেত্রে আর জি (RG) / জি এল (GL) এর মাত্রা কি রকম? উত্তরঃ আমরা পূর্বেই পরিষ্কার করে জানিয়েছি যে, আর জি (RG) / জি এল (GL) কোন ঔষধ না। এটি একটি সম্পূরক খাদ্য। তাই গ্যানােডার্মার মাত্রা রােগের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় না। একজন ব্যক্তি কি পরিমাণ গ্যানােডার্মা গ্রহণ করবেন তা নিমােক্ত বিষয়গুলাে বিবেচনা করে নির্ধারণ করা হয়। ১. স্বাস্থ্যবান ব্যক্তিঃ ২-৩ জোড়া আর জি (RG) / জি এল (GL) প্রতিদিন, ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য জি এল-ই যথেষ্ট। আবার ৫-১২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ১-২ জোড়া আর জি (RG) / জি এল (GL) যথেষ্ট
২. দুর্বল স্বাস্থ্যের ব্যক্তিদেরকে তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে ৩টি শ্রেণিতে বিভক্ত করা যায় i.) সামান্য অসুবিধায় : ২-৩ জোড়া আর জি (RG) / জি এল (GL) প্রতিদিন গ্রহণীয় ii.) বেশি সমস্যায়ঃ ৬-১২ জোড়া প্রতিদিন গ্রহণীয়
ii.) জটিল সমস্যাঃ সর্বোচ্চ ডোজ
৬-১২ বছরের দুর্বল শিশুদের ক্ষেত্রেও উপরােক্ত মাত্রা ব্যবহার করতে হবে । ৬ বছরের কম শিশুদের ক্ষেত্রে উপরের মাত্রা ১/৩ ভাগ বা ১/৪ ভাগ গ্রহণ করতে হবে। শিশু, বৃদ্ধ ও দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রে প্রথমে জি এল (GL) দিয়ে শুরু করতে হবে অতঃপর ৩/৪ সপ্তাহ পরে আর জি (RG) অন্তর্ভুক্ত করতে হবে। সপ্তাহে ১ জোড়া গ্রহণ থেকে শুরু করতে হবে এবং ২ জোড়া, ৪ জোড়া, ৬ জোড়া করে এক এক সপ্তাহ গ্রহণ করতে হবে। যদি ৬ জোড়া গ্রহণের পরও শারীরিক অবস্থান কোন উন্নতি না হয় তবে ৯ থেকে ১২ জোড়া গ্রহণ করতে হবে। এই পরামর্শটিই হল আর জি (RG) / জি এল (GL) গ্রহণের উত্তম উপায় । (The above doses are only Recomondetions and should not be consider as treatment dosages)
৬. প্রশ্নঃ আমি যখন গ্যানােডার্মা আর জি (RG) / জি এল (GL) গ্রহণ করব তখন কি অন্য সব ঔষধ সেবন থেকে বিরত থাকব?
উত্তর ঃ না! দয়া করে গ্যানােডার্মা গ্রহণকালীন সময়ে অসুস্থতার জন্য সেবন যােগ্য ঔষধ সেবন বন্ধ করবেন না। গ্যানােডার্মা হলাে সকল চিকিৎসা সহায়ক। সত্যি বলতে কি ইহা অন্য যে কোন ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া প্রশমিত করে। যদি কোন ব্যক্তি গ্যানােডার্মা গ্রহণ করে সুস্থ মনে করে তবে তিনি তার চিকিৎসককে ঔষধের মাত্রা কমিয়ে দিতে অনুরােধ করতে পারেন। যদি চিকিৎসক অনুমতি দেন তবে সেবনকারী মাত্রা কমিয়ে দিতে পারেন ।
৭. প্রশ্ন ঃ যদি আর জি (RG)/ জি এল (GL) গ্রহণে কোন পার্শ্বপ্রতিক্রিয়া না থাকে তবে কেউ কেউ আর জি (RG) / জি এল (GL) গ্রহণের পর বিশেষ করে প্রথম পর্যায়ে দেহের তাপমাত্রা বৃদ্ধি, ঘুম ঘুম ভাব ইত্যাদি ব্যাপারে অভিযােগ করেন কেন ?
উত্তর ঃ আগেই উল্লেখ করা হয়েছে যে এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তারপরও কোন কোন ব্যক্তির দেহ তাদের অসুস্থতার প্রতিক্রিয়ার সৃষ্টি করে যা কিনা খুবই ভাল লক্ষণ- গ্যানােডার্মা গ্রহণের পর ইহা শরীরকে বিষক্রিয়া মুক্ত করে শরীরের সামঞ্জস্যতা আনয়ন করে। বিক্রিয়া মুক্তকরণ কালে দেহকে শরীরবৃত্তীর উপায়ে দূষিত প্রদার্থগুলােকে পরিষ্কার করতে হয় । আমাদের দেহে দুই ধরনের বিষাক্ত দূষিত পদার্থ রয়েছে একটি পানিতে দ্রবণীয় আর একটি যা পানিতে দ্রবণীয় নয়। পানিতে দ্রবণীয় দৃষিত/বিষাক্ত উপকরণসমূহ প্রসাব এবং ঘামের মাধ্যমে অপসারিত হয়। কিন্তু যেগুলাে পানিতে দ্রবণীয় নয় সেগুলাে মল, বমি এবং কফ আকারে বা ত্বকে লাল লাল দাগের সৃষ্টি করে বিদূরিত হয়। দেহের বিষাক্ত দ্রব্যসমূহ পরিষ্কারকালীন সময়ে দুর্গন্ধ যুক্ত পরিবর্তিত রঙ্গের প্রসাব হওয়া, দুর্গন্ধ যুক্ত ঘাম হওয়া, বমি হওয়া, পাতলা পায়খানা বা কোষ্ঠকাঠিণ্য হওয়া বা ত্বকে দাগের সৃষ্টি হওয়া একটি সাময়িক ব্যাপার। অতএব, এতে উদ্বিগ্ন না হয়ে প্রচুর পরিমাণ পানি খেয়ে দেহকে বিষাক্ত উপাদানসমূহ পরিষ্কারে সহায়তা করা উচিত
যখন এই পক্রিয়া চলতে থাকে এবং দেহ একটি সাম্যাবস্থায় আসতে থাকে তখন ঘুমঘুম ভাব বা দুর্বল অনুভূত হওয়া বা যে অনুভূতিই লাগুক না কেন তা খুবই সাময়িক। যদি অসুস্থতার প্রতিক্রিয়া অসহ্য মনে হয় তখন আর জি (RG) / জি এল (GL) গ্রহণের মাত্র অর্ধেক করে নিন এবং প্রচুর পরিমাণ পানি পান করুন। প্রতিক্রিয়ার মাত্রা কমে আসলে আর জি (RG) / জি এল (GL) গ্রহণের মাত্রা পরামর্শ অনুযায়ী বাড়িয়ে নিন। উপরােক্ত কারণে গ্যানােডার্মা গ্রহণ বন্ধ করবেন না। উপরােজ্ত সমস্যাঞ্ুলাে গ্যানােডার্মার কারণে নয় বরং আপনার শরীরের কারণে হয়। আপনি যদি গ্যানােডার্মা গ্রহণ বন্ধ করেন তবে এটি আপনার দেহের কোন বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেবে না বরং আপনার শরীরে গ্যানােডার্মার কর্মকাণ্ড বন্ধ হয়ে
যাবে।
৮. প্রশ্নঃ আমি কতদিন আর জি (RG)/জি এল (GL) গ্রহণ করব?
উত্তর দেখুন, প্রথমে আপনাকে জানতে হবে আর জি (RG) / জি এল (GL) শুধুমাত্র অসুস্থ রােগীদের জন্য নয় বরং সুস্থদের জন্যও। ইহা শরীরের বিষাক্ত পদার্থসমূহ অপসারিত করে দেহকে সুস্থ রাখে। দুর্বল
ও স্বাস্থাহীনদের ক্ষেত্রে অন্ততঃ পক্ষে ৬-৮ মাস এই মাত্রা প্রয়ােগ করতে হবে। যদি সে কিছুটা সুস্থতা
অনুভব করেন তবে তিনি মাত্রা কমিয়ে ২-৩ জোড়া করে গ্রহণ করবেন প্রতিদিন
৯. প্রশ্ন আমি তাে সুস্থ, আমি কেন আর জি (RG)/ জি এল (GL) গ্রহণ করব। রােগীদের জন্য নয়। আজকে অসুস্থ ব্যক্তিটির স্বাস্থ্য গতকাল ভাল ছিল। তিনি স্বাস্থ্যের যত্ন নেননি বলে আজ তিনি অসুস্থ। এই ত্ত্ব সকল সুস্থ ব্যক্তির ক্ষেত্রে প্রযােজ্য। আমরা? প্রতিদিনই কিছু না কিছু বিষাক্ত উপকরণ গ্রহণ করছি কিন্তু এর কোন প্রতিকার করছি কি? উত্তর যদি হয় না তবে আর জি (RG)/ জি এল (GL) সুস্থ মানুষের স্বাস্থ্যের জন্য একটি প্রতিরােধক স্বরূপ।
উত্তরঃ এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে বুঝতে হবে যে, আর জি (RG)/ জি এল (GL) শুধুমাত্র
১০. প্রশ্নঃ কারা গ্যানোডার্মা গ্রহণ করতে পারবেন ?
উত্তরঃ জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকেই গ্যানােডার্মা গ্রহণ করতে পারবেন।
यदि तपाई पनि DXN मा जोइन भएर जीबनमा केहि गर्ने अवसरको खोजीमा सहि गाइड गर्ने टिम लिडरको खोजीमा हुनुहुन्छ भने तपाईलाई मेरो टिममा स्वागत् छ म बाट हुने साथ सहयोग ज्ञानहरु तपाईलाई सधैं दिनेछु
यदि तपाई साउदीदुबईकतारजोर्डनओमानबहराइनकुबेतमा हुनुहुन्छ अनि DXN मा जोइन नभई अनलाईन प्रोडक्ट मात्र किन्नु चाहनु हुन्छ भने तलको BUY लिंकमा क्लिक गरेर प्रोडक्ट लेखेकोमा जानुहोस् अनि तपाई भएको देशलाई सेलेक्ट गरेर तपाईलाई चाहिएको प्रोडक्ट तपाईको ठेगानामा अर्डर गर्नु सक्नु हुन्छ


DXN WORLDWIDE बिजनेसमा जोइन भएर स्वस्थसम्वृद्धि र खुशी जीवन चाहनु हुन्छ भने यो तल दिइएको JOIN लिंकमा गएर अनलाइन जोइन हुन सक्नु हुन्छ यो नेपालमा अहिले लागु भएको छैन अनलाइन जोइन जो व्यक्ति नेपाल बहिरा हुनुहुन्छ तपईहरुले अनलाइन जोइन हुनु मिल्छ र तपाई कुन देशमा हुनुहुन्छ त्यो देशलाई सेलेक्ट गरेर नेस्नालिटी चाही नेपाल भर्नुहोस् अनि भएको देशको आइडी कार्ड अथव तपाईको पासपोर्टमा भएको पुरा सहि विवरण, मोबाइल नम्बर, इमेल आइडी, सबै सहि विवरण भारेरा तपाई मेम्बेर बन्नु सक्नु हुन्छ तपाईले आफ्नो सबै विवरण भरिसके पछि अन्तिममा तपाईले आफ्नो मेम्बर पाउनु हुनेछ तपाईले इमेल मार्फत पनि तपाईको मेम्बर नम्बर पाउनु हुनेछ अथवा तपाईले तलको मेरो फेसबुक लिंक WhatsApp, Imo  मा बाट मलाई सम्पर्क गर्नु पनि सक्नु हुन्छ अथवा मेम्बर बन्नु चाहनु हुन्छ भने मलाई पनि भन्नु सक्नु हुन्छ म तपाईलाई जोइन गरी दिन्छु


अन्य जानकारीको लागि तपाईले मलाई इमेल, फेसबुकमा मेसेज, WhatsApp, imo या तल कमेन्ट पनि गर्नु सक्नु हुन्छ

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !